আজকে একটা ভিন্নধর্মী বিষয় নিয়ে আপনাদের সাথে একটু নিজের ভাবনাচিন্তাগুলো share করি। বিষয়টি হচ্ছে Digital Jealousy.
হ্যাঁ, অবাক হবার মত একটা বিষয় তবে আমরা নিজের অজান্তেই এই ক্ষতিকর অভ্যাসটির বেড়াজালে জড়িয়ে যাচ্ছি।
হয়তো বিষয়টি কিছু উদাহরণ দিয়ে উপস্থাপন করলে ব্যাপারটি বুঝতে সহজ হবে।
ধরুন, আপনার social media তে হঠাৎ-ই চোখে পড়লো আপনার friend list এর কোন বন্ধু তাঁর কোন কাজের স্বীকৃতি হিসেবে কোন অ্যাওয়ার্ড পেলো, আপনি একজন বন্ধু হিসেবে বিষয়টি দেখে ভাবলেন আমার বন্ধুটি যদি তাঁর কাজের মাধ্যমে এতো ভালো নাম, যশ, খ্যাতি পেয়ে যায় আমার পক্ষেও সম্ভব। হ্যাঁ অবশ্যই সম্ভব এবং এমন চিন্তাভাবনা কখনোই jealousy না। Jealousy সেটাই যখন আপনি চিন্তা করতে শুরু করবেন, আরে সে পেলো-আমি কেন পেলাম না! এই যে একটা অনুশোচনা এবং অপ্রাপ্তির গ্লানি আপনি বয়ে বেড়াচ্ছেন নিজের মনে এটিই আপনার Digital Jealousy.
Jealousy বললেই তো হয়, আবার digital কেন লাগানো হলো নামের শুরুতে!
Digital Jealousy এতোই ভয়ংকর একটি বিষয় যা আপনি বুঝতেও পারবেন না, অথচ ভিতরে ভিতরে আপনাকে পুরোপুরি তিলে তিলে নিঃশেষ করে দিবে। আপনার সাথে আপনার সেই বন্ধুটির সম্পর্কে তো প্রভাব পড়বেই পাশাপাশি আপনার নিজের প্রতি যে আত্মবিশ্বাস তাতেও ফাটল ধরবে। ধীরে ধীরে আপনার মধ্যে এক ধরনের বিদ্বেষবশত ক্ষোভ জন্ম নিবে যা সামাজিকভাবে আপনাকে ক্ষতির সম্মুখীন করতে যথেষ্ঠ।
আরো একটি উদাহরণ দেয়া যায়, আপনি একটি উদ্যোগ হাতে নিলেন এবং সেই উদ্যোগটির ব্যাপকতা এতোই বেড়ে গেল যে এই উদ্যোগ অনেক মানুষের জীবনে পরিবর্তন এনে দিতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার উদ্যোগটি রাতারাতি ভাইরাল হয়ে গেলো এবং প্রচুর engagement তৈরী হলো। কিন্তু এই উদ্যোগটিও কিছু কিছু মানুষের ক্ষেত্রে তৈরী করবে প্রতিহিংসামূলক মনোভাব এবং এটিও Digital Jealousy.
এছাড়াও, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাশের বাসার ভাই-ভাবীর ছবি দেখে নিজেকে অযোগ্য ভাবা, কোন পরিচিত ব্যক্তির ব্যবসার প্রসার দেখে নিজেকে ছোট ভাবা, কারো বোর্ড পরীক্ষার রেজাল্ট ভালো দেখে নিজেকে খারাপ ভাবা এগুলোও Digital Jealousy.
আমরা নিজের অজান্তেই Digital Jealousy Eco System তৈরী করছি। যেখানে মানুষ ভালো কাজকে বা কোন অর্জনকে inspiration হিসেবে নিচ্ছে না, নিচ্ছে challenge হিসেবে। নিজের best friend হয়ে যাচ্ছে নিজেরই competitor. আমরা কারো constructive criticism না করে social media ব্যবহার করে করছি trolling, bully, cyber harassment এবং অনেক দুঃখজনক body shaming এর মত কাজগুলো। এসব destructive deeds দিনশেষে আমাদের কোথায় নিয়ে দাঁড় করাচ্ছে একবার ভেবে দেখেছেন!
হয়তো এতো deeply কখনো এসব নিয়ে ভাবাই হয়নি।
Digital Jealousy বিষয়টি এতোই জটিল যে স্বাভাবিকভাবে অনুমানই করা যায়না।
আমরা প্রত্যেকে নিজের মূল্যবান সময়ের একটি সিংহভাগই ব্যায় করি digital platform গুলোতে, তাই Digital Jealousy থেকে দূরে থাকতে হলে বিষয়টি কি তার প্রাথমিক ধারণা থাকা আবশ্যক।
আমি নিজের যতটা অনুধাবন করা হয়েছে তার আলোকে এই বিষয়টি সম্পর্কে আপনাদের একটি ধারনা দেবার চেষ্টা করেছি। আশাকরি বিষয়টি গুরুত্ব দিবেন এবং এই eco system break করবেন।
– সাজিদ
