অপরাজিতার প্রতিষ্ঠাকাল থেকে যিনি তাঁর প্রতিটি কাজের মাধ্যমে মানবতার সেবায় সার্বক্ষণিক নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি আর কেউ নন আমাদের সকলের পরিচিত পলি ত্রিপুরা।রাঙামাটির কিল্লা পাহাড়ে পলির বাসা। সবসময় নিজেকে স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে জড়িয়ে রাখেন। শিক্ষক পিতার যোগ্য কন্যা পলি ত্রিপুরা পড়ালেখাতেও অনন্য। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ১৩ ফেব্রুয়ারি রাঙামাটি সদর হাসপাতালে তাঁর ২য় রক্তদান করেছেন পলি।

পলির কাছে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, ” আমি সবসময় চেষ্টা করি, সুস্থ থাকলে এবং নিজের সময় সুযোগ হলেই কারো না কারোর উপকার করতে। আমার কাছে যখনই রক্তদান করার সুযোগ এসেছে আমি তখনই রাজি হয়ে গেছি। আগেও একবার রক্তদান করার সৌভাগ্য হয়েছে। অনেকবার হতাশ হয়ে ফিরে যাবার ঘটনাও আছে। ভালো লাগে যখন দেখি, রক্তদান করার জন্য একটি অন্যরকম প্রতিযোগিতা সবখানে।”