Only you can make others like you

নারীদের অনেক রূপ। তার পাশাপাশি নারীদের সামাজিক অবস্থানও ভিন্ন হয়। ভিন্ন হয় তাদের সাহস। ভিন্ন হয় তাদের মানসিকতা। তাই সব নারীরই দৃঢ় মানসিকতার বিকাশ ঘটাতে অন্য অপেক্ষাকৃত দৃঢ় মানসিকতার নারীদেরকেই এগিয়ে আসতে হবে। চিন্তা চেতনা, অভিজ্ঞতা, ইচ্ছা, সমস্যা ইত্যাদি ভাগাভাগি করে চলতে হবে। অপরাজিতা এইসব কাজে নারীদের অনুপ্রাণিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *