Img 9198 02

অনিরাপদ স্পর্শ হচ্ছে শরীরের ব্যক্তিগত স্থানে অনাকাঙ্খিত ও অযাচিত স্পর্শ। এরকম অবস্থার শিকার হলে বিচলিত না হয়ে বাবা-মা অথবা শিক্ষকদের জানাতে হবে।

বুধবার, ২০ নভেম্বর অপরাজিতার কৈশোর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের বৃহত্তম জেলা পার্বত্য রাঙামাটির রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ে।

দুপুরে বিদ্যালয় মিলনায়তনে দুই শতাধিক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনটি ধাপে পরিচালিত হয় কর্মশালা।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণতোষ মল্লিক, উপজেলা তথ্য অফিসের কর্মকর্তা নাসরিন আক্তার, বিশিষ্ট চিত্রশিল্পী ও স্কিল ড্রপসের উপদেষ্টা মোঃ ইব্রাহীম। জীবন’র সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বরুরা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।

জীবন’র সমন্বয়ক তাহমিনা ইয়াছমিন এর সঞ্চালনায় কর্মশালায় ‘নিরাপদ স্পর্শ’ নিয়ে আলোচনা করেন জীবনের সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি)। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে একটি চমৎকার উপস্থাপনা প্রদান করেন তিনি।