COVID-19 বা করোনা ভাইরাস নিয়ে Troll করা, আজগুবি মন্তব্য করা, গুজব ছড়ানো বন্ধ করুন। Corona Virus isn’t a Joke!!
সরকার করোনা ভাইরাস ছড়িয়ে পরা রোধ করতে সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ শে মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। সকল পর্যটন স্পট, দর্শনীয় স্থানে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একবার ভেবে দেখুন, আপনার আমার জন্য এখনো সরকারি কর্মকর্তা, কর্মচারী সবাই নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী নিচ্ছিদ্র প্রহরী হিসেবে বিভিন্ন পয়েন্টে নিয়োজিত। আর আপনার আমার জন্য যারা জীবন এর ঝুঁকি নিয়েছেন তাঁরা হলেন আমাদের চিকিৎসকেরা। করোনা মোকাবেলায় এই মহামানবেরাই নিজের সর্বাত্মক সহযোগিতায় আমাদের মুগ্ধ করেছেন।
বিদেশফেরত প্রত্যেক প্রবাসী ১৪ দিন হোম কোয়ারেন্টিন করার নির্দেশনা প্রাপ্ত। একবার ভেবে দেখুন, এই নির্দেশনা কাদের জন্য!
আপনার মাধ্যমেই সংক্রমিত হবে আপনার সন্তান,পরিবারের সদস্য এছাড়াও নিকট আত্মীয়রা। পারবেন তখন নিজেকে ক্ষমা করতে?
এখনো দেখছি, অনেকেই বন্ধু-বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, পিকনিক করছেন! সময় থাকতে সচেতন হোন। নিজের পাশাপাশি সমাজের কথাও ভাবুন। আপনি সুস্থ থাকলে সামনে আরো অনেক সুযোগ পাবেন ঘুরে বেড়ানোর।
Social Distance Maintain করুন। আপনার এই সামান্য কষ্ট জাতির ক্রান্তিকালে খুব উপকারে আসবে। নিজে যথাসম্ভব ঘরেই থাকার চেষ্টা করুন। অসুস্থ অনুভব করলে অফিসে জানান। সম্ভব হলে ঘরেও পরিবারের সদস্যদের থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখুন। জনসমাগম দয়া করে এড়িয়ে চলুন। একটু সচেতন থাকুন।
আতঙ্কিত হোন, কারন আমরা কেউ সচেতন হচ্ছি না।
আর যদি সচেতনতা ছড়িয়ে দিতে পারেন, তবে আতঙ্কিত হবার কিছুই নেই।
আপনার দায়িত্ব আপনার সমাজের মানুষদের ভালো রাখা। আপনার পরিবারের সদস্যদের নিরাপদ রাখা। করোনা নিয়ে সঠিক তথ্য তুলে ধরা।
সময় থাকতে সচেতন হোন। করোনা নিয়ে হেলা করবেন না!
