সারা পৃথিবীজুড়ে করোনা ভাইরাসের ত্রাস চলছে। এই ভাইরাসকে দমানোর টোটকা এখনও আবিষ্কার হয়নি। আমাদের মতো উন্নয়নশীল দেশে জীবন রক্ষাকারী যন্ত্রপাতির চাইতে জীবন রক্ষায় নিয়োজিত মানুষরাই সর্বাধিক ভূমিকা রাখে।

করোনা ভাইরাসের বিপক্ষে এই যুদ্ধে সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে নার্স বা সেবিকারা। তাঁরা নিঃসংকোচে লড়ে যাচ্ছেন কোন সংক্রমনের তোয়াক্কা না করে। এরই ফলশ্রুতিতে দেশজুড়ে হাজার হাজার নার্স করোনা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে।

তাদের এই ত্যাগে অপরাজিতা পরিবার হতে বিনীত শ্রদ্ধা অর্পন করছি।