করোনা ভাইরাস বা COVID-19 এমন একটি ভাইরাস যার ত্রাশ ছড়িয়েছে পৃথিবীর প্রায় সকল দেশে। বিশ্বজুড়ে মারা গেছে ৩ লক্ষ থেকেও বেশি মানুষ। আক্রান্ত ও মৃতের এই পরিসংখ্যান বাড়ছে প্রতিদিন প্রতি ঘন্টায়। দুুনিয়ার তাবত বিজ্ঞানী, ডাক্তার, গবেষক এই ভাইরাসটি নির্মূলের রহস্য উদঘাটনে দিনরাত এক করে চলেছেন। কিন্তু পরিষ্কার আশার আলো এখনও উদিত হয়নি। কখন হবে তেমন কোন দিশাও এখনো বিরল!
করুন এ বৈশ্বিক পরিস্থিতিতে কোন ওষুধ নয় বরং সামাজিক দূরত্বই পারে আমাকে আপনাকে সুস্থ রাখতে। এই সামাজিক দূরত্বই একমাত্র পথ্য যা এই মহামারী হতে আমাদের পরিত্রান দিতে পারে।
- আসুন সামাজিক দূরত্ব মেনে চলি।
- খুব প্রয়োজন না হলে ঘর থেকে বের না হই।
- যথাসম্ভব প্রয়োজনীয় কার্যাদি ঘর থেকে সেরে নেয়ার চেষ্টা করুন।
- স্বাস্থ্য বিধি মেনে চলুন।
- বের হতে হলে মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরিধান করুন।
- জনসমাগম এড়িয়ে চলুন।