“পিরিয়ড” শব্দটি যেনো একটি নিষিদ্ধ শব্দ।

যদিও এটি একজন নারীর জীবনে খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। তবুও আমাদের সমাজে এই শব্দটি একদম স্বল্প স্বরে উচ্চারণ করতে হয়। যতদিন পর্যন্ত এটি নিয়ে খোলাখুলি আলোচনা না হবে অনেক কিশোরীর ই অনেক কিছু অজানা থেকে যাবে। আসুন আমরা পিরিয়ড নিয়ে খোলাখুলি আলোচনা করি এবং পিরিয়ড কালীন যেসব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে তা আমাদের আশেপাশের কিশোরীদের জানাই এবং নিজেরাও জানি। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হলে গড়ে উঠবে একটি সচেতন সমাজ।

মারিয়া ফরহাদ (ফিহা) , কুমিল্লা।