“আর নয় গোপনীয়তা, এবার লজ্জা বা সংকোচ দূর করে মাসিক নিয়ে সচেতনতা সৃষ্টির এখনই সময়।”
আমরা স্বপ্ন দেখি একটি বৈষম্যহীন সমাজের যেখানে বেড়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্ম নিঃসংকোচে, নির্ভয়ে। যেখানে একে অপরের প্রয়োজনে হাতে হাত রেখে মিলবে সকলের সহায়তা। অপরাজিতার সদস্যরা নিরলসভাবে চেষ্টা করছে এমন একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে।