করোনা ভাইরাস দেশজুড়ে মহামারী আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে। করোনা ভাইরাস তার মিউটেশন এর মাধ্যমে আরো শক্তিশালী হচ্ছে।
এখন একটি প্রশ্ন সবার মুখে, প্রচলিত জীবাণুনাশক করোনা ভাইরাস প্রতিরোধে কতটা কার্যকর?
আমরা যেসকল Antiseptic Liquid (Savlon/ Dettol) ব্যবহার করছি,
Savlon এ Cetrimide 3.0% w/v ও Chlorhexidine Gluconate 0.3% w/v এবং
Dettol এ Chloroxylenol B.P. 4.8% w/v রয়েছে।
🇼🇭🇴 এর মতে, COVID-19 প্রতিরোধে, 70% w/w Isopropyl Alcohol B.P. কার্যকর ভূমিকা রাখে।
ক্ষারযুক্ত সাবান/ ডিটারজেন্ট বা 1% সোডিয়াম হাইপোক্লোরাইট (Only Surface Use) ব্যবহার করা যেতে পারে।
তাই সতর্কতা অবলম্বন করুন। নিজের ও পরিবারের যত্ন নিন।