একজন আলোকচিত্রী যে ছোট বয়স থেকেই তাঁর ছবির মাধ্যমে সকলের দৃষ্টি কেড়েছে। যার ঝুলিতে ইতোমধ্যেই দেশী বিদেশী একাধিক সম্মান জুটেছে। সেই ছবির জাদুকর ছোট্ট ছেলেটির আজ জন্মদিন। আতাহার মাসুম, যার সুনিপুণ কলাকৌশল একটি ছবিকে জীবন্ত করে তুলে। আলো ছায়ার মত জটিল বিষয়গুলো তাঁর কাছে ছেলেখেলা। নিজের দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে সাফল্যের এক অনন্য উচ্চতায় আমাদের সবার আদরের আতাহার।

অপরাজিতার শুরু থেকেই আমাদের অন্যতম ভরসার নাম। শুভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।