৫অক্টোবর ২০২০ খ্রিঃ রাঙামাটি সদর হাসপাতালে রক্তশূন্যতায় আক্রান্ত একজন প্রসূতি রোগীর জন্য স্বেচ্ছায় রক্তদান করেছেন Oporajita”অপরাজিতা”র সভাপতি স্বেচ্ছাসেবী রক্তদাতা ‘সাইদা জান্নাত’৷

বর্তমান করোনা মহামারীর মধ্যেও রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে এসেছে এই নারী সদস্য৷
এটি তাঁর ১১তম স্বেচ্ছায় রক্তদান৷

রক্তদান ঐচ্ছিক বিষয় নয়, এটি দায়িত্বের চেয়ে বেশী কিছু৷

স্বেচ্ছায় আর্তমানবতার সেবায় এগিয়ে আসা এই স্বেচ্ছাসেবকের জন্য Oporajita”অপরাজিতা” পরিবারের পক্ষ থেকে নিরন্তর শুভকামনা৷ Oporajita”অপরাজিতা” পরিবারের পক্ষ থেকে তাঁর সার্বিক সুস্থতা কামনা করছি। সেই সাথে দোয়া ও সুস্থতা কামনা করছি অসুস্থ রোগীর জন্য।

ছবি প্রচার প্রসঙ্গে: স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা বৃদ্ধি করাই আমাদের একমাত্র উদ্দেশ্য৷ স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে রুপ দিন৷ আপনি যদি স্বেচ্ছায় রক্তদানে ইচ্ছুক হোন তবে নিবন্ধিত হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী রক্তদাতা হিসেবে৷ আপনার বিস্তারিত তথ্য (নাম, সচল মোবাইল নং, ঠিকানা ও রক্তের গ্রুপ) SMS করুন 013-121-54266 নাম্বারে, যেকোন স্বাস্থ্য জিজ্ঞাসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন ৷

রক্তদান হোক নির্ভয়ে, নিঃস্বার্থে, নিরাপদে।