বর্তমান বৈশ্বিক করোনা মহামারীতে সবচেয়ে বেশী বাধাগ্রস্ত হচ্ছে শিশুদের মানসিক বিকাশ। বাড়ন্ত বয়সে তাদের সঠিক পরিচর্যা করা না গেলে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ কখনোই সম্ভব নয়।এই করোনাকালে ছোট্ট সোনামণিদের প্রতি বাড়তি মনোযোগ দিতে হবে। শিশুরা নিজেদের চাহিদাগুলো সঠিকভাবে বুঝিয়ে বলতে পারেনা, অভিভাবকদের সেটা বুঝে নিতে হয়। পরিস্থিতি বিবেচনায় বাহিরে খেলাধুলা করার সুযোগটুকু থেকেও বঞ্চিত এই ছোট বাচ্চারা। তাই বাসা বাড়িতেই তাদের সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করে দিতে হবে। কোনরকম অবহেলা করা যাবে না। আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ , তাই সৃজনশীল হয়ে বেড়ে উঠুক আগামী প্রজন্ম।
মডেল: নাবিহা আহমেদ নিধিরা।
