কন্যারা সংসারের পাশাপাশি পরিবারের জন্যও আশীর্বাদ। সেই কারণেই মেয়েদের উৎসর্গ করে একটি বিশেষ দিন পালন করা হয়। প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের চতুর্থ রবিবার পালন করা হয় ‘কন্যা দিবস’। চলতি বছরের ২৭ সেপ্টেম্বর অর্থাৎ রবিবার ‘কন্যা দিবস’।
সমাজের কিছু শ্রেণীর মানুষের কাছে আজও কন্যা সন্তান মানেই এক অভিশাপ। এই চিরাচরিত নিয়মকে দূর করার জন্যই অপরাজিতা কাজ করছে।
নারীদের অপ্রতিরোধ্য গতিকে শক্তিতে রুপান্তর করতে আমাদের কন্যা সন্তানেরাই আগামীর কর্ণধার।