ঢাকে কাঠি পড়ে গিয়েছে। প্রায় এক সপ্তাহের কম সময়েই দুর্গা পুজোর মহাসপ্তমী। ১৭ সেপ্টেম্বর মহালয়ার এক মাসে পর অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজো। পরপর দুটি মলমাস পড়ে যাওয়ায় এই বছর কিছুটা পরেই আয়োজিত হচ্ছে বাংলার সর্ববৃহৎ উৎসব। চলতি বছরে দুর্গা পুজো একটু অন্যরকম। কারণ করোনা।করোনা রয়েছে ঠিকই, তাই বলে কি কেউ ঠাকুর দেখতে যাবেন না?

যাবেন নিশ্চয়ই যাবেন! তবে একটু সতর্ক থাকা জরুরি। যদিও অনেকে বাড়ি বসেই উদযাপন করবেন দুর্গা পুজো। যে যেভাবে উদযাপন করুন সকলের জন্য রইলো শারদ শুভেচ্ছা!