WHO এর মতে, ১% হাইপোক্লোরাইট দ্রবণ করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্পূর্ণরূপে কার্যকর। তবে এটা কোনভাবেই মানুষের শরীরে ব্যবহার করা যাবেনা।

সতর্কতা অবলম্বন করে ব্যবহার করতে হবে। তৈরী করার সময় সতর্কতা হিসেবে মাস্ক, চশমা, গ্লাভস পরিধান করতে হবে।

প্রস্তুত প্রণালি:

প্রথমেই একটি লাল বালতিতে ১ লিটার পরিষ্কার পানি নিতে হবে। এর মধ্যে ৩০ গ্রাম (২ টেবিল চামচ) ব্লিচিং পাউডার দিতে হবে। কাঁচের চামচ ব্যবহার করবেন। ভালোভাবে নেড়ে দ্রবণ তৈরী করুন। অতপর ঢাকনা দিয়ে ৩০ মিনিট ঢেকে রেখে দিতে হবে। এখন যে দ্রবণটি তৈরী হবে সেটিই হাইপোক্লোরাইট দ্রবণ।

২৪ ঘন্টা পর্যন্ত দ্রবণটি ব্যবহার উপযোগী থাকবে।

ব্যবহারবিধি:

১টি পরিষ্কার কাপড় ১% হাইপোক্লোরাইট দ্রবণে ভিজিয়ে নিন। এবার যেসব জায়গায় আমাদের নিয়মিত স্পর্শ করতে হয়, সেসকল জায়গা (যেমন: চেয়ারের হাতল, দরজার লক, সিঁড়ি, ঘরের মেঝে) মুছে নিন।

 

[বিঃদ্রঃ শিশুদের নাগালের বাহিরে রাখুন। তৈরী করার সময় সতর্কতা অবলম্বন করুন।]