১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। পৃথিবী জুড়ে নারী-পুরুষ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ২০১২ সালের ১১ অক্টোবর প্রথমবারের মত দিবসটি পালিত হয়। বাংলাদেশে দিবসটির এ বছরের প্রতিপাদ্য “আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার”। “My Voice, Our Equal Future” বলতে সকলের সম্মিলিত প্রচেষ্টাকেই বুঝানো হয়েছে। আপনি , আমি সোচ্চার হলেই আমাদের ভবিষ্যৎ বিশ্ব হবে সমতার। বর্তমান করোনা মহামারীর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উঠতি বয়সের ছেলে-মেয়েরা। সদ্য বয়ঃসন্ধিকালে প্রবেশ করা এসব ছেলে-মেয়েরা নিজেদের মধ্যে ঘটে যাওয়া পরিবর্তনগুলোর সাথে মানিয়ে নিতে পারছে না ঠিকভাবে। অনেকেই এই পরিস্থিতিতে লক ডাউন এর মধ্যে থেকে মানসিক দিক থেকে অনেকটা ভেঙ্গে পড়েছে। দীর্ঘদিন গৃহে আবদ্ধ থাকায় তাদের মানসিক স্বাস্থ্যে এর প্রভাব পড়েছে। অনেক সমন্বয়হীনতা দেখা দিচ্ছে পরিবারের সদস্যদের মাঝেই।

এবারের কন্যা শিশু দিবসের উদ্দেশ্য:

    • লিঙ্গ বৈষম্য দূরীকরণ, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা নির্মূল ও ক্ষতিকারক প্রথা থেকে মুক্তিলাভসহ HIV ও AIDS থেকে নিরাপদে রাখা।
    • নিকট ভবিষ্যতের জন্য নিজের দক্ষতা উন্নয়ন।
    • সামাজিক ইতিবাচক পরিবর্তনে অংশীদার হতে সহায়তা প্রদান।

অপরাজিতা থেকে দিবসটি পালনের জন্য ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকল সদস্যদের নিয়ে Virtual Meet এর আয়োজন করার পাশাপাশি মাসজুড়ে কিছু কর্মসূচী বাস্তবায়নের প্রস্তাব এসেছে সদস্যদের কাছ থেকে।