২০১৯ সাল থেকে অপরাজিতা কিশোরীদের মাঝে মাসিককালীন সুরক্ষা এবং বয়ঃসন্ধিকালীন সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আমরা চেষ্টা করছি – সৃজনশীল পদ্ধতিতে কৌতুহলী এই মেয়েদের সকল প্রশ্ন ও জিজ্ঞাসার বাস্তবসম্মত জবাব দিতে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে, জ্ঞানের পরিধি বাড়াতে।

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২০ উপলক্ষে আমরা অঙ্গীকার করছি, “পাহাড় কিংবা সমতল যেখানেই হোক, সকল কন্যাশিশুর জন্য পিরিয়ড, বয়ঃসন্ধি, প্রজনন স্বাস্থ্য নিয়ে জ্ঞান, পণ্য ও তথ্যসেবা দেওয়ার পরিধি বিস্তৃত করে আমরা লিঙ্গ বৈষম্য দূরীকরণে কাজ করে যাবো।”

আমরা সোচ্চার হলেই আগামী দিনের পৃথিবী হবে সমতার।