একটি বিশেষ দিনে আমরা একটি গল্প লিখতে যাচ্ছি। গল্পটি পরিবর্তনের, গল্পটি বদলে যাবার। এমন একটি গল্প যা এই জনপদের মানুষের প্রতি নিঃস্বার্থ নিবেদনের।

International Volunteer Managers Day আজ ৫ নভেম্বর। দিনটি অন্যান্য দিনগুলো থেকে অনেক ভিন্ন। আজকের দিনটি মূলত উৎসর্গ করা হয় যারা স্বেচ্ছাসেবীদের সংগঠিত করেন তাঁদের প্রতি। প্রত্যেক স্বেচ্ছাসেবী একটি অভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কাজ করে থাকেন। কাজকে গতিশীল করতে এবং সঠিক পথে পরিচালনা করতে প্রয়োজন হয় একটি সঠিক দিকনির্দেশনা। আজকে যার কথা বলছি, তিনি সেই দিকনির্দেশক। অপরাজিতার দুইজন স্বপ্নদ্রষ্টার মধ্যে উনিও একজন। যিনি সবসময় তাঁর মূল্যবান সময় ও মতামত দিয়ে এই সংগঠনটিকে এগিয়ে নিতে সাহায্য করছেন।

২০১১ সালে পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon”জীবন” এর অন্যতম প্রতিষ্ঠাতা, তরুণ গবেষক, সাজিদ-বিন-জাহিদ (মিকি) এর কথাই বলছি। যার সুদূরপ্রসারী চিন্তাধারা থেকেই পরিবর্তনের অনেক পথ উন্মোচিত হয়েছে পার্বত্যাঞ্চলে। নিত্য নতুন কর্মসূচী ও যুগোপযোগী চিন্তাধারায় এগিয়ে নিচ্ছেন এই জনপদের সম্ভাবনাময় তারুন্যকে।

আজকের দিনে তাঁর অবদানকে সম্মান জানিয়ে তাঁর সার্বিক উন্নতি ও সু-স্বাস্থ্য কামনা করি।