১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস। এ বছরে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে- ‘বৈশ্বিক কর্মে যুবশক্তি’।তারুণ্যের বিকাশ ও উন্নয়নে ১৯৯৮ সালে পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত জাতিসংঘের ‘ওয়ার্ল্ড কনফারেন্স অব মিনিস্টার রেসপনসিবল ফর ইয়ুথ’ ১২ আগস্টকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে উদ্‌যাপনের প্রস্তাব করে। পরের বছর ১৯৯৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে দিনটিকে ‘আন্তর্জাতিক যুব দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি পালন করা হচ্ছে।

অপরাজিতা একটি যুব সংগঠন তাই যুবকদের প্রতিটি সাহসী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি, আমাদের যুবরা আমাদের দেশের সম্পদ। এদেশের জনসংখ্যার বিচারে যুব সমাজের সংখ্যাই বেশী। তাই দক্ষতা অর্জনের মাধ্যমে যুবদের এগিয়ে নিয়ে গেলেই আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবো।