আগামী ২১শে ফেব্রুয়ারি ২০২০ সকাল ৬টায় রাঙামাটি প্রেস ক্লাব হতে প্রভাতফেরী করে রিজার্ভ মুখে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে Jibon”জীবন” ও অপরাজিতার সকল সদস্যরা।
সকাল ৭টা হতে অনুষ্ঠিত হবে “জাগরণে ২১”।
প্রভাতফেরীঃ
২১শে ফেব্রুয়ারি ২০২০ সকাল ৬টায় রাঙামাটি প্রেস ক্লাব হতে প্রভাতফেরী করে রিজার্ভ মুখে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবে Jibon"জীবন" ও অপরাজিতার সকল সদস্যরা।
প্রভাতফেরীতে রাঙামাটির সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করতে পারবেন।
বই উৎসবঃ
অপরাজিতা মুজিববর্ষ উপলক্ষ্যে বই উৎসব এর আয়োজন করবে কেন্দ্রীয় শহীদ মিনারে।
সকাল ৭টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলা ভাষায় রচিত বই এর প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বিনামূল্যে ব্লাড গ্রুপিংঃ
পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon"জীবন" এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও সদস্য অন্তর্ভুক্তিকরণ কর্মসূচী পরিচালনা করা হবে।
সকাল ৭টা ৩০মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কর্মসূচী বাস্তবায়ন করা হবে।
বাংলাজান্তা
বাংলাজান্তাঃজাগরণে ২১ পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম অনলাইন ব্লাড ব্যাংক Jibon"জীবন" ও সহযোগী স্বতন্ত্র সংগঠন "অপরাজিতা" যৌথভাবে আয়োজন করেছে 'জাগরণে ২১'। বিকাল ৩টা হতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মত অনুষ্ঠিত হবে 'বাংলাজান্তা'। বাংলাজান্তার মাধ্যমে শিক্ষার্থীরা বাংলা বানানের শুদ্ধ উচ্চারণ ও প্রয়োগ এর দক্ষতার পরিচয় দিবে।তিনটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।প্রাথমিকমাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাতিনটি গ্রুপ থেকে মোট তিনজন করে সেরা প্রতিযোগী নির্বাচন করা হবে।
এবং প্রতি গ্রুপ থেকে একজনকে সেরাদের সেরা নির্বাচন করা হবে।
প্রতিযোগিতা হবে ৫২ নাম্বারের। লিখিত পরীক্ষার মাধ্যমে সেরাদের নির্বাচন করা হবে।
* সর্বক্ষেত্রে বিচারকদের রায়-ই চূড়ান্ত।
বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিতরনীর মধ্য দিয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটবে।