light is on your hands

সমগ্র মানব জাতিই নারীর গর্ভ হতে উৎপন্ন। নারীরাই সকলকে পৃথিবীর আলোক প্রদর্শন করে। এই নারীরাই বিভিন্ন রূপে আমাদেরকে পৃথিবীর সকল সৌন্দর্য্য দেখার যোগ্য করে গড়ে দেন। নারীরাই পথ প্রদর্শন করেন। যে পথে আমরা আমাদের জীবন অতিবাহিত করি। তাই নারীরা একেকজন একেকটি সত্যিকারের  আলোক-বর্তিকা।