আজ বিশ্ব পিরিয়ড পরিচ্ছন্নতা দিবস।
পিরিয়ড কোনো লুকানোর বিষয় নয়। আমরা অনেকে লজ্জায় পরিবারের সদস্যদের সাথে পর্যন্ত এই বিষয় নিয়ে কথা বলতে পারিনা। কিন্তু কেন লজ্জা পাবো? এটাতো আমাদের অহংকার যে আমাদের পিরিয়ড হয়! পিরিয়ডের সময় যদি কোনো সমস্যা হয় আমরা আমাদের পরিবার,বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবো।আমরা প্রতিদিন যেভাবে চলাফেরা করি ঠিক পিরিয়ডের সময়ও আমরা তেমনি থাকবো। পিরিয়ড কোন তাচ্ছিল্যের বিষয় নয়, এটা নারীদের সম্মান যার দ্বারা সৃষ্টির সূচনা হয়। পিরিয়ডের সময় আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবো। পুষ্টিকর খাবার খাবো। স্যানিটারি ন্যাপকিন যত্ন সহকারে পরিধান করবো। Its Time For Action.
পলি ত্রিপুরা, অপরাজিতা।
