থাকবো নাকো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে…….। হ্যাঁ ঘরের কোনে মুখ লুকিয়ে ঘরের কোনটাকেই নিজের পৃথিবী বানিয়ে ফেলার দিন শেষ। এবার সময় এসেছে ঘর থেকে বেরিয়ে জগৎটাকে দেখার। জগৎ এর প্রত্যেকটি আনন্দকে ভাগ করে নেয়ার। সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টির ভাগিদার তুমিও। নিজেকে প্রমান করার সময় এখনই।
