২০১৯ সালের ৩রা সেপ্টেম্বর পার্বত্যাঞ্চলে যাত্রা শুরু করে অপরাজিতা। নারীদের স্বাস্থ্য সুরক্ষা , সচেতনতা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে সংগঠনটি।মুলত পাহাড়ের দুর্গম এলাকায় মাসিক স্বাস্থ্য নিয়ে অবহেলা ও সঠিক পরিচর্যার অভাবে অনেক নারী নিজেকে ঠেলে দিচ্ছেন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। তাঁদের মধ্যে অনেক কুসংস্কার ও সঠিক তথ্যের অভাবে নিজেদের জীবনকে হরহমেশাই ঝুঁকিতে ফেলছেন এই পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মানুষেরা।
দুর্গম পাহাড়ি এলাকা হবার কারনে শহরের নাগরিক সুবিধা থেকে অনেকাংশেই বঞ্চিত তাঁরা। অপরাজিতা তাঁদের নিয়েই কাজ করছে এই সুদীর্ঘ একটি বছর।
এই পর্যন্ত অপরাজিতার ৮টি ক্যাম্পাস এ্যাকটিভেশন, ১২ টি এলাকায় উঠান বৈঠক, ১৫০০ পরিবারের কাছে মাসিক সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর, ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক বান্ধব টয়লেট সুবিধা নিশ্চিতকরণ, অর্ধশতাধিক নারী স্বেচ্ছাসেবীদের নিয়ে দক্ষতা কর্মশালা, ৫ টি কৈশোর কর্মশালা, ২৬ টি মাসিক সভা ও ১১টি মাঠ পর্যায়ে কর্মসূচী বাস্তবায়ন করা হয়েছে।
ডিগনিটি বক্স এর মাধ্যমে নিরাপদ মাসিক নিশ্চিত করতে অপরাজিতার সদস্যরা প্রতিমাসে ১০০ টি করে ডিগনিটি বক্স পৌঁছে দিচ্ছে বিভিন্ন উপজেলায়।
রাঙামাটি সদর ছাড়াও কাউখালি,সুভলং, চট্টগ্রাম এবং কুমিল্লায় রয়েছে অপরাজিতার নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা।
করোনা মহামারীতে বিচক্ষণ ভূমিকা পালন করেছে সংগঠনটি। ওয়েব অ্যাপ এর মাধ্যমে ঘরে বসেই করোনা আক্রান্ত হবার ঝুঁকি নিরুপন করার পাশাপাশি করোনা নিয়ে যাবতীয় সকল প্রশ্ন ও জিজ্ঞাসার উত্তর পেয়েছে।
আজ ১টি সফল বছরের পরিসমাপ্তিতে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানাই।