নারীদের পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা নিশ্চিতে সচেতনতা তৈরী করতে শুরু থেকে কাজ করছে অপরাজিতা। বর্তমান বিশ্ব মহামারী করোনায় পিরিয়ড তো আর থেমে থাকছে না! পিরিয়ড একটি সাধারণ প্রাকৃতিক প্রক্রিয়া হওয়া সত্ত্বেও আমাদের পারিবারিক ও সামাজিক পরিমণ্ডলে এই বিষয়টি একটি নিষিদ্ধ আলোচনা হিসেবেই দেখা হয়।
যে সময়টায় একজন কিশোরী নারীত্বের সন্ধিক্ষণে তখনই সে নিজেকে পায় খুব একাকী, অসহায় অবস্থায়। পারিবারিকভাবে মাসিক ও ঋতুস্রাব নিয়ে খোলামেলা আলোচনা করুন, আপনার সন্তানের মাসিককালীন সময়ে তাকে অভয় দিন। মাসিকের সময় পরিচ্ছন্নতা নিশ্চিত করুন, সুস্থ রাখুন ভবিষ্যৎ প্রজন্মকে।
আজ ২৮ মে “Menstrual Hygiene Day-2020” এ এইটুকু নিশ্চিত করতেই পারি আমরা সম্মিলিতভাবে।
– শিমলা রশিদ, রাঙামাটি মেডিকেল কলেজ।
