সিদরাতুল মুনতাহার মেহেরাজ রায়সা, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সিএসই ডিপার্টমেন্ট এর প্রথম বর্ষের ছাত্রী ।পাইলট, ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যাংক কর্মকর্তা, কমিউনিকেশন অফিসার, থেকে শুরু করে আরও অনেকেই বিভিন্ন পেশার সঙ্গে জড়িত। এক সময় এ পেশাগুলতে শুধুমাত্র ছেলেদেরই রাজত্ব ছিল। কিন্তু দিনে দিনে মেয়েরাও তাদের মেধা ও সাহসিকতা দিয়ে এসব পেশায় নিজেদের অবস্থান সুদৃঢ় করছে।বর্তমানে সবক্ষেত্রেই তরুণীদের উপস্থিতি লক্ষণীয়। আমাদের সমাজে কোনভাবে পাশ করার পরে একটা ছেলে ক্যারিয়ার স্টাবলিস্ট করার সময় যত খুশি সময় নিতে পারে। অথচ মেয়েদের পড়ালেখা শেষ করার আগেই বিয়ে দিয়ে দেয়া হয়। একজন মেয়ে সুযোগ পেলে অনেক দূর পথ পাড়ি দিতে সক্ষম। বর্তমান সময়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরে মেয়েরাই ভালো ক্যারিয়ার গড়ছে। অপরাজিতা মেয়েদের আত্মনির্ভর হয়ে উঠতে সহায়তা করে। সিদরাতুল এর মত আমাদের অপরাজিতারা এগিয়ে এলেই পরিবর্তন আসবে।
আজ সিদরাতুল মুনতাহার মেহেরাজ রায়সার জন্মদিনে আমরা অপরাজিতা পরিবার তাঁকে জানাই শুভেচ্ছা।
