কথিত আছে, সৃষ্টিকর্তার পর একমাত্র ডাক্তারদের হাতেই রয়েছে জীবন রক্ষার ক্ষমতা। মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব, আর এই শ্রেষ্ঠ জীবকে সংকটের মুহূর্তে বাঁচানোর কাজটি করে থাকেন এই ডাক্তাররাই।
বর্তমান এই কোভিড-১৯ পরিস্থিতিতে ডাক্তাররাই সেবা দিয়ে যাচ্ছেন। আক্রান্ত হবার চিন্তা না করে দিনরাত এক করে সেবা করে যাচ্ছেন কেরোনা আক্রান্তদের। যার ফলশ্রুতিতে তাঁরা আক্রান্তও হচ্ছেন। সুস্থ হয়ে আবারো সেবাই মনোনিবেশ করছেন। সারা পৃথিবীতে ইতিমধ্যে কয়েক হাজার ডাক্তার প্রাণ হারিয়েছেন এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। তাদের এই কৃতিত্ব শহীদের চেয়ে কোনমতে কম নয়।
অপরাজিতা পরিবার করোনা যুদ্ধের প্রধান সৈনিক এই ডাক্তারদের ত্যাগের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করছে।
