অপরাজিতা মানে না বলার শিক্ষা। অপরাজিতা মানে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। অপরাজিতা মানে আর চুপ করে না থাকা। অপরাজিতা মানে ঘরের কোন ছেড়ে উঠে দাঁড়ানো। অপরাজিতা মানে তোমার ইচ্ছাশক্তিকে ঢাল করে গড়ে তোলা। উঠো, উঠে বসো। দেখ পৃথিবী অনেক এগিয়ে গেছে। তুমি কেন পিছিয়ে থাকবে?
