শিমলা রশিদ, রাঙামাটি মেডিকেল কলেজের এম.বি.বি.এস. এর ছাত্রী। সমাজের মানুষের জন্য কিছু করার তাগিদ থেকেই সামাজিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা। খুবই মিশুক এবং হাসি লেগেই থাকে তাঁর মুখে।জীবনকে সে দেখে নিজের দৃষ্টিকোণ থেকে, সবকিছুই খুব সহজভাবে নিতে জানে। হাস্যরস বুঝে। সমাজের প্রতিটা মানুষের সাথে খুব সহজেই মিশে যেতে পারে। আজকে এই নিবেদিত স্বেচ্ছাসেবীর জন্মদিন।

করোনা রিপোর্ট পজেটিভ এসেছে তাই অনেকটা চিন্তায় আছে, তাও নিজের জন্য নয়! চিন্তা পরিবারের জন্য, আবার ফিরে এসে কাজ করতে পারবে কিনা তাই ভেবে যাচ্ছে।

আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি , এবং আজকের দিনটায় তাঁর জন্য দোয়া করি।

Get Well Soon.

Happy Birthday