shout for a lively life

আজকের বালিকা আগামীকালের একজন মা। একজন মা-কে দক্ষ হাতে সংসার পরিচালনা সহ অনেকগুলো জীবনের প্রতি তাঁর প্রত্যক্ষ অবদান থাকে। আগামী দিনের মা-কে দক্ষ করে গড়ে তূলতে প্রয়োজন আজকের সেই বালিকাকে সুুশিক্ষিত করা। একজন সুশিক্ষিত বালিকায় একজন মায়ের জীবনকে মুখরিত করতে পারে।