“পথে প্রান্তরে, শিক্ষা বিস্তারে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৭ সালে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন গড়ে তোলে স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ। গরীব ও অসহায়দের প্রাণের স্কুল হিসেবে রাঙামাটি পার্বত্য জেলায় সুবিধাবঞ্চিত কোমলমতি শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে রাঙামাটির শান্তি নগর এলাকায় এক অনন্য উদ্যোগ এই স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ।

রাঙামাটিতে “স্বপ্নযাত্রী ফাউন্ডেশন” এর সার্বিক ব্যবস্থাপনায় প্রতিষ্ঠিত স্কুল স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ অবহেলিত ও অসহায়দের বিনামূল্যে পাঠদান দেওয়া হচ্ছে বিগত ৩ বছর ধরে। সেই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটিতে পাঠ্যবই, স্কুল ব্যাগ, আইডি কার্ড ও করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে মাস্ক বিতরণ এর মাধ্যমে কেক কেটে শিশুদের নিয়ে দিনটি ভিন্ন অঙ্গিকে উদযাপন করা হয়। “স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ বই ও শিক্ষাসামগ্রী বিতরণ উৎসব-২০২১” উপলক্ষ্যে স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ এর শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ উপহার দিয়েছে অপরাজিতার সদস্যরা।

উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ জহির উদ্দীন, সাব ইন্সপেক্টর , ডি এস বি রাঙামাটি। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাঙামাটি স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ প্রতিষ্ঠাতা সদস্য ও স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সাধারণ সম্পাদক, আহমেদ ইসতিয়াক আজাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অপরাজিতার সভাপতি সাইদা জান্নাত।
উৎসবে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা শাখার সভাপতি আজাদ সিদ্দিক, এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন Jibon”জীবন” এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাজিদ-বিন-জাহিদ (মিকি), অর্থ সম্পাদক শুভ মণ্ডল, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক তুরাগ হোসেন, কার্যকরী সদস্য তামজিদা তাবাসসুম, জিয়াদ আবরার ও মোস্তফা আবিদ। স্বপ্নযাত্রী’র সিনিয়র সহ- সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম আরজু, সহ-সাধারণ সম্পাদক ও প্রোগ্রাম চেয়ারম্যান- মাহমুদ আব্বাস, নূর মোহাম্মদ সম্রাট, প্রতিমা চৌধুরী, নাজমা আক্তার, সাজ্জাদ হোসেন, অত্র বিদ্যাপীঠের সকল শিক্ষিকাসহ অন্যান্য়রা।
সভাপতির বক্তব্যে আজাদ সিদ্দিক, Jibon”জীবন” টিমের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তিনি বলেন, আমরা দুই সংগঠন সবসময় সমন্বয় করে রাঙামাটির প্রতিটি ইতিবাচক কাজ বাস্তবায়নে চেষ্টা করি। আমার বিশ্বাস, সামনের দিনগুলোতেও এই প্রচেষ্টা অব্যহত থাকবে। অপরাজিতার কাজের প্রশংসা করে তিনি সামনে সংগঠনটির সাফল্য কামনা করেন।
অপরাজিতার সভাপতি সাইদা জান্নাত তার শুভেচ্ছা বক্ত্যবে বলেন, “আমরা, অপরাজিতা কাজ করছি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য। আমরা মনে করি, আজকের শিশুকে যদি সুস্থ ও সুন্দর পরিবেশে শিক্ষিত করে গড়ে তোলা যায় তবে সেটিই হবে টেকসই উন্নয়ন।”
অপরাজিতা ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিপ্রায় ব্যাক্ত করেছে।
উৎসবের শেষে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে অপরাজিতা ও Jibon”জীবন” পরিবারকে ধন্যবাদ জানিয়েছে  স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।