World Menstrual Hygiene Day বা বিশ্ব মাসিক পরিচ্ছন্নতা দিবস আজ ২৮ মে। আমাদের দেশে মাসিক পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার চিত্র এখনো বেশ ভয়াবহ। হাজার হাজার মেয়ে স্কুলে যেতে চায়না, ড্রপ আউট হয় কেবলমাত্র মাসিক নিয়ে ভীতি, মাসিক বিষয়ে অজ্ঞতা, ট্যাবু এবং সচেতনতার অভাবের কারনে।

প্রত্যেক ১০ জন নারীর মধ্যে ১ জন নারী Ovarian Cancer এর সম্ভাব্য ঝুঁকিতে আছে বলে হিসেবে ধরা হয়। তাছাড়াও অপুষ্টি, নোংরা, অপরিচ্ছন্ন স্বাস্থ্য ব্যবস্থা থেকে নারীর শরীরে হাজারো রোগ সৃষ্টি হচ্ছে। অথচ মাসিক একটি নারীর মাতৃত্বের প্রথম ও প্রধান ধাপ।

এই মাসিক পরিচ্ছন্নতা দিবসে আসুন আমরা প্রতিজ্ঞা করি, নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং যেসব কিশোরীরা মাসিক এর জন্য ড্রপ আউট হয় বা স্কুল মিস করে তাদের সহায়তা করবো।

অপরাজিতার সাথে আপনিও সামিল হোন, সচেতনতার যুদ্ধে।

তাহমিনা ইয়াছমিন (টুম্পা), অপরাজিতা।