ক্যান্সারের নামটা শুনলে মনে একটা অজানা আতঙ্ক তৈরি হয়। ব্রেন ক্যান্সার হলে সেই আতঙ্কটা আরো কয়েকগুণ বেড়ে যায়। ব্রেন ক্যান্সার খুব জটিল একটা রোগ। এর ফলে মৃত্যু খুব নিকটে এসে হানা দেয়। ব্রেন ক্যান্সারের আক্রান্ত হলে কিছু লক্ষণ প্রকাশ পায়। আর প্রথম দিকে যদি ডাক্তারের শরণাপন্ন হওয়া যায়, তাহলে মৃত্যু ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আমরা কেউ চাই না এরকম কোনো লক্ষণ আমাদের মাঝে প্রকাশ পাক। তবুও সচেতনাতার ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের জেনে রাখা উচিত। ব্রেন ক্যান্সারে আক্রান্ত হলে, যে সব লক্ষণ প্রকাশ পায় সেগুলো দেখে নিন একবার। হয়তো সচেতনাতার ফলে আপনি, আপনার প্রিয়জন রক্ষা পাবেন এই মরণব্যাধি থেকে। View More

Oporajita“অপরাজিতা”
Ensuring Freedom of Women