আমাদের এই শহরের পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব আমাদেরই।

আসুন নিজ উদ্যোগে পরিবেশ রক্ষার্থে সচেতন হই। কোরবানির আগে এবং কোরবানির পরবর্তী পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষার্থে নিজে এবং নিজের পরিচিতজনকে সচেতন করে তুলি। সুষ্ঠ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করি।

আমরাই সুন্দর এবং দূষণমুক্ত রাখতে পারি আমাদের প্রিয় শহরকে।

সকলের ঈদ হোক আনন্দময়।।

এই ঈদে আমরা আমাদের পরিবেশের প্রতি সচেতন হই। ঈদের পবিত্রতা রক্ষা করি।

সচেতনতায়ঃ Oporajita“অপরাজিতা”

আমাদের কোরবানী যেন অন্যদের ক্ষতির কারণ না হয়ে যায়, তাই আসুন কোরবানীর পর পশুর বর্জ্যগুলো যথাস্থানে ফেলি।