today's students are leader of future

বর্তমানে আমাদের সবথেকে বড় শক্তির প্রেরণা যারাা, তারা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা। নারীরা এই শিক্ষার্থীদের একটি মধ্যে একটি বিরাট অংশ। বিভিন্ন কারণে বেশিরভাগ নারী শিক্ষার্থী তাদের শিক্ষার্থী জীবনে বাঁধা বিপত্তির সম্মুখীন হয়। অপরাজিতা শিক্ষার্থীদের এই বাঁধা বিপত্তিগুলো অতিক্রম করতে সহায়তা করে।