আমরা নারীরা সাহসী। যে কোন ভয়কে ডিঙানো আমাদের জন্য দু’পা বাড়ানো অব্দি দূর। আমরা অপ্রতিরোধ্য। প্রতিরোধ অনেক আসবেই। এটা স্বাভাবিক। কোন সাফল্যই কন্টকবিহীন পথে করে আসেনা। তবুও যতই প্রতিরোধ আসুক। আমরা থাকব অবিচল। আমরাই অপরাজিতা। কারন নারী যদি পরাজিত হতো, তাহলে সৃষ্টি এত সুন্দর কখনো হতো না।
