world will move with you

“বিশ্বের নারী নেতারা নারীদের প্রতিনিধি নয় ; তারা সবাই রুগ্ন পিতৃতন্ত্রের প্রিয় সেবা দাসী।” -হুমায়ূন আজাদ। এই পুরুষশাসিত সমাজে নারীরা খুবই অবহেলিত। প্রায়শই নারীদের উপরই ঝড়-ঝঞ্ঝার দাবানল জলে। এর একটি প্রধান কারন নারীরা তেমন প্রতিবাদী নয়। তবে এ ধারনা ভেঙে দেবার সময় এখনই। চলো এগোই। তুমি এগোলেই এগোবে পৃথিবী।