৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পুরো পৃথিবী, করোনা নামক এক অদৃশ্য ভাইরাস এর সাথে বেঁচে থাকার যুদ্ধে এবার প্রকৃতির দিকে ফিরে দেখার কথা ভাবছে! প্রকৃতির উপর মানুষ যে কতটা নির্ভর তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো এই মহামারী করোনা। আমাদের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন নয়, চোখ শীতলকারী প্রাকৃতিক সৌন্দর্য্য ও আমাদের জীবন রক্ষাকারী ঔষধ সবকিছুই আমরা পাই প্রকৃতি থেকে। আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব কম-বেশী সবার উপরেই বর্তায়। একটু চেষ্টা করলেই পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখতে পারি আমরা সকলে। “প্রকৃতির জন্য সময়” এই প্রতিপাদ্যেই পালন করা হচ্ছে এবারের বিশ্ব পরিবেশ দিবস।

করোনা মহামারীর মধ্যেও অপরাজিতার সদস্যরা ঠিকই প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য নিজেদের অবস্থান থেকে সোচ্চার।অপরাজিতার সহ-সভাপতি তাহমিনা ইয়াছমিন নিজের বাড়ির আঙ্গিনায় চারা গাছ রোপণ করছেন। এই সময়টায় ঘরে থেকেই যত্ন নিচ্ছেন নিজের ও আমাদের পরিবেশের। চাইলেই ছোট ছোট উদ্যোগে পুরো পৃথিবীকে বদলে দেয়া যায়। পরিবর্তন আসুক নিজের ঘর থেকে।