আমাদের পরিবেশ ঠিক রাখতে আমাদের দায়িত্ববান হবার বিকল্প নেই। সৃষ্টির সূচনা থেকেই আমাদের আগলে রেখেছে প্রকৃতি মা। পরম মমতায় আমাদের সকল চাহিদা পূরণ করেছে।বিশ্ব পরিবেশ দিবসে আমাদের একটি দিনের জন্য হলেও আমাদের পরিবেশ নিয়ে ভাবা উচিত। প্রকৃতির জন্য সময় বের করা উচিত। আমাদের এই পরিবেশ আমাদেরই ঠিক রাখতে হবে। একটুখানি যত্ন হয়তো আমাদের অনাদিকাল বেঁচে থাকার রশদ যোগাবে। আমাদের বর্তমান পরিস্থিতিতে পরিবেশের যত্ন নেয়ার একদমই সঠিক সময়। একটি চারা গাছ লাগিয়ে, চোখের সামনে সেটিকে বেড়ে উঠতে দেখার অনুভূতি স্বর্গীয়। বাড়ির আঙিনাতেই একটি সম্ভাবনা রোপণ করে দিন। আপনার আমার সামান্য এই অবদান একদিন বিশ্বের জন্য অনেক হয়ে যাবে।
– পলি ত্রিপুরা।