৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য – “প্রকৃতির জন্য সময়”। আমাদের দৈনন্দিন জীবনের কিছুটা সময় যেন হয় প্রকৃতির জন্য।আমরা আমাদের জীবনে কখনো সহজে কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না, কিন্তু আমরা কম-বেশি সবাই উপলব্ধি করি আমাদের প্রকৃতি আমাদের নিঃস্বার্থভাবে আগলে রেখেছে। গাছ লাগানোর মাধ্যমে, আত্মার প্রশান্তি পাওয়া যায়। একটি চারা গাছ আজ লাগালে ভবিষ্যতে সেটিই আমাদের জন্য হাজারো উপকার বয়ে আনবে। এই করোনাকালীন সময়ে আমাদের বাড়ির পাশেই গাছ লাগিয়ে তার পরিচর্যা করছি।

তাহ্সিন হোসাইন কবীর (ফাহাদ)