১৯ আগস্ট জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবতা দিবস পালন করা হচ্ছে। ১১ তম উদযাপনে এবার বৈশ্বিক করোনা মহামারী সহ বিভিন্ন মানবিক কাজে নিবেদিত সকলের প্রতি সম্মান জানানো হয়েছে।প্রকৃত বীরদের সম্মানে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করেছে জাতিসংঘ। সমসাময়িক মহামারীতে আমরা দেখেছি কিভাবে চোখের সামনে আমাদের নিকট জনেরা একটি অদৃশ্য ভাইরাসের কাছে হেরে গেছেন। এই ক্রান্তিলগ্নে যারা নিজেদের উৎসর্গ করেছেন মানবতার সেবায় তাঁরাই প্রকৃত বীর।
আমাদের সমাজের বিভিন্ন অসঙ্গতি দূর করতে পাহাড়ে আশার সঞ্চার করেছে অপরাজিতা। ছোট উদ্যোগটির বড় নির্ভরতার আশ্রয়স্থল রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম। অপরাজিতার পথচলায় সবসময় সামনে থেকে নির্দেশনা দিয়ে গেছেন। দুর্গম পাহাড়ে নারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্যে ছুটে গেছেন। নারীদের মাসিকের মত প্রাকৃতিক বিষয়ে নানা কুসংস্কার দূর করতে সচেতনতার বার্তা পৌঁছে দিয়েছেন।
আমাদের কাছে #Real Hero তিনি।
One Reply to “বিশ্ব মানবতা দিবস ও অপরাজিতার কিছু পদক্ষেপ”
Comments are closed.